আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারো ঊর্ধ্বমুখী, প্রভাব পড়বে দেশেও!

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ৪:৫৬ অপরাহ্ণ |
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারো ঊর্ধ্বমুখী, প্রভাব পড়বে দেশেও!

পদ্মাটাইমস ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারো ঊর্ধ্বমুখী। এর প্রভাব পড়বে দেশেও পড়বে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে মাত্র দুদিনের ব্যবধানে ব্যারেল প্রতি পণ্যটির দাম বেড়েছে ২ ডলার।

যুক্তরাজ্যের বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৭০ দশমিক চার সাত ডলারে। দিনের ব্যবধানে যার প্রবৃদ্ধি ২ দশমিক সাত তিন শতাংশ।

একইভাবে ২ দশমিক দুই চার শতাংশ বেড়ে ডব্লিউটিআই ক্রুড অয়েলের প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৬৪ দশমিক চার ছয় ডলারে। আর ওপেকে মজুদ অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ৬৭ দশমিক এক পাঁচ ডলারে।

দাম বাড়ার কারণ হিসেবে ইরানে মার্কিন হামলাকে দুষছেন বাজার বিশ্লেষকরা। তবে বরাবরের মতোই ওপেক বলছে, উৎপাদন কমানোর কারণেই বাড়ছে জ্বালানি পণ্যটির দাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে