রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশিত: মার্চ ১৮, ২০২০; সময়: ৫:৩৭ অপরাহ্ণ |
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আহত ওই ছাত্রের নাম মুকেশ সরকার (২০)। মুকেশ সরকার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৩য় বর্ষের ছাত্র। বুধবার দুপুরে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মালদাহ কলোনী বৌ বাজার এলাকারের ১১ নম্বর গলির শফিকুল ইসলামের ছেলে সাকিল (২০) ও একই এলাকার বাবুর ছেলে পিয়াস (২০)। তবে পিয়াসের বিরুদ্ধে আগের এই ধরণের ঘটনার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

ওসি বলেন, গত সোমবার রাত ৯টার দিকে নগরীর পোস্টাইল এ্যাকাডেমির পিছনের মধ্য নওদাপাড়া এলাকায় মুকেশ সরকার (২১) এর থেকে ছিনতাই করে চলে যায়। এসময় তাদের ছুরিকাঘাতে মুকেশ আহত হন। পরে আহত মুকেশকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মুকেশ রামেকে চিকিৎসাধীন রয়েছে।

ওসি সাইফুল সরকার আরো জানায়, এই ঘটনায় মুকেশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনায় জড়িতের কথা স্বীকার করেছে। এছাড়া তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে