আরএমপির অভিযানে নগর জুড়ে গ্রেপ্তার ৪০

প্রকাশিত: মার্চ ১৮, ২০২০; সময়: ৯:৩২ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আরএমপি অভিযানে গ্রেপ্তার হয়েছেন বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০৩ জন, এয়ারপোর্ট থানা-০৩ জন, পবা থানা-০৬ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন ও দামকুড়া থানা-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে ইয়াবা, হেরোইন, মদক, গাঁজাসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ (১) শ্রী অনিক কুমার @ ভজ (৩২) কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ আঃ হালিম (৪৩) কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে।

রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ শাকিব (১৯) কে ২৩ গ্রাম হেরোইন সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ বেলাল হোসেন (৩৫)কে ০৭ লিটার চোলাই মদ সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) রিয়া বিশ^াস (৪৫), (২) মোঃ আঃ রহমান (৭০), (৩) মোঃ রাজিব (৪৫) দেরকে ০৫ লিটার চোলাইমদ সহ আটক করে, (৪) মোঃ ছামির ইসলাম (২১) কে ১০ লিটার চোলাইমদ সহ আটক করে ও দামকুড়া থানা পুলিশ (১) মোসাঃ জোসনা বেগম (৪৪) কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। রাজশাহী মহানগরীতে অপরাদ দমনে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে