সিরাজগঞ্জে ৬ ধর্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০; সময়: ২:৩০ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ৬ ধর্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ভাটপিয়ারীতে গনধর্ষনের মামলায় ৬ জনকে কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া এদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদন্ডও দেয়া হয়। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির বৃহস্পতিবার এই রায় প্রদান করেন। সাজা প্রাপ্তরা হলো রাসেল হোসেন (২২), সোহেল (২৩), আব্দুর রাজ্জাক (৪১), নাজমুল হোসেন (২১), নুর ইসলাম (২৩) ও আব্দুল মোমিন (৩১)। এসময় আদালতে ৪ জন উপস্থিত ছিলেন।

আদালত জানায়, ভাটপেয়ারী গ্রামের মৃত আবু সাইদের মেয়ে রত্না (১৮) খাতুনের সাথে পাশের পার পাঁচিল গ্রামের এক সন্তানের জনক রাসেলের সাথে প্রেমের সম্পর্ক হয়। এর পর্যায়ে ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে ভাটপেয়ারী চরে রত্নাকে ডেকে নেয় রাসেল। তখন আরো ৫ জনকে এনে একটি আখ ক্ষেতে রাতভর পালাক্রমে ধর্ষন করে পালিয়ে যায়। পরদিন সকালে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় নির্যাতীতা রত্নার ভাই সহিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দেয়। পরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের সুনানী শেষে আসামী রাসেল, রাজ্জাক, নুরু ও নাজমুলের উপস্থিতিতে ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে