রাজশাহীতে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২০; সময়: ১০:৫০ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক আবদুল মান্নান হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার আরেক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বিকালে রাজশাহীর জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ আদেশ দেন।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- দুর্গাপুর উপজেলার কিসমতবগুড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৩৫), আজিজুলের স্ত্রী শাহীনুর বেগম (২৮) এবং মৃত সেরু গায়েনের ছেলে আবদুস সাত্তার (৫৫)। তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে আরও তিন মাস কারাভোগ করতে হবে আসামিদের। তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম রেজিয়া বেগম (৪৮)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আবদুস সাত্তার তার স্বামী। রেজিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস জেল দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ জুন সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা আবদুল মান্নানকে কুপিয়ে হত্যা করেন। এ নিয়ে নিহত মান্নানের ছেলে গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালে ২৯ অক্টোবর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ইব্রাহিম হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শরিফুল ইসলাম। মামলার রায় নিয়ে নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে