নগর জুড়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩৬

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০; সময়: ৬:৩২ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ৩৬ কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকা থেকে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মোট ৩৬ জনকে আটক করা হয়েছে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালী থানা-০৫ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ (১) মোঃ সুজন (২১)কে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) শ্রী অন্তর কুমার দাস(২৫)কে ০৭ গ্রাম হেরোইন ও ৪৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ আতিকুল ইসলাম @ আকুল(৪৬)কে ৫০ গ্রাম গাঁজা ও ০২ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ গাজী (৫০)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। এয়ারপোর্ট থানা পুলিশ (১) মোঃ আওয়াল (২৮)কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) যাকব সরেন (৪৩)কে ২০ লিটার চোলাইমদ সহ আটক করে, (২) মোঃ মজিবর রহমান (৪০)কে ৪.৩ গ্রাম হেরোইন সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ শরিফুল ইসলাম(২৪)কে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করে, (২) মোঃ তুহিন(২৫)কে ৩০ গ্রাম হেরোইন সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে