হাজার পরিবারকে চাল-ডাল দেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: মার্চ ৩০, ২০২০; সময়: ১০:১৯ অপরাহ্ণ |
হাজার পরিবারকে চাল-ডাল দেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : সোমবার (৩০মার্চ) সকালে গোদাগাড়ী উপজেলার পাকড়ী গুচ্ছ গ্রামে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উপাচার্য অধ্যাপক ডা.মাসুম হাবিব, মো.নাজমুল সরকার উপজেলা নির্বাহী অফিসার গোদাগাড়ী, মো.ইসমাঈল হোসেন (লিয়াজো প্রটোকল অফিসার) উপস্থিতিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার দুপুরে রামেবির কর্মকর্তারা উপজেলার বিভিন্ন এলাকার মনজিদ ও বাড়ি বাড়ি যান। তাদের খোঁজখবর নেন মসজিদে সাবান, হ্যান্ডওয়াস দেন এবং দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী।

এসময় রামেবির পক্ষ থেকে ইসমাইল বলেন, করোনা থেকে রক্ষা পেতে আমাদের সকল কে বাড়িতে থাকতে হবে এর কোন বিকল্প নেই। আপনারা বাড়িতে থাকার চেষ্টা করুন প্রধান মন্ত্রীর নির্দেশনা মেনে চলুন। উপাচার্য মহোদয় নির্দেশনায় আমরা আপনাদের যতটুকু সম্ভব সহযোগিতা করবো।আপনারা আতঙ্কিত হবেন না সচেতন হোন। সামাজিক দূরত্ব বজায় রাখুন,মাস্ক ব্যবহার করুন প্রয়োজন ছাড়া ঘর থেকেবের হবে না।

খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন,অধ্যাপক আনারুল কাদের, রেজিস্ট্রার, কবির,সানিসহ কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে