রাবি বন্ধ ঘোষণা

প্রকাশিত: মার্চ ১৬, ২০২০; সময়: ৩:৩৮ অপরাহ্ণ |
রাবি বন্ধ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস পরীক্ষাসহ আবাসিক হল বন্ধের ঘোষনা দিয়েছে প্রশাসন। আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ^বিদ্যালয় এবং হলসমূহ বন্ধ থাকবে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) মো. লুৎফর রহমান এবং হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।

প্রক্টর মো. লুৎফর রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে আগামীকাল ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ক্লাস পরীক্ষাসহ আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম বলেন, ১৮ মার্চ বিকেল ৪টায় বন্ধ হয়ে আগামী ১ এপ্রিল হল খুলে দেয়া হবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে কিংবা সরকার ছুটি বাড়ায় তবে সে অনুযায়ী বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে তা পরবর্তীতে জানানো হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে