মোহনগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প অর্পন ও দোয়া মাহফিল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
মোহনগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প অর্পন ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প অর্পন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ২১ ফেব্রয়ারি শুক্রবার সকালে মোহনগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষ থেকে মোহনগঞ্জ উচ্চ বিদ্যায়য়ের শহীদ মিনারে পুষ্প অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ তরফদার। প্রভাষক সুমতিা রানী, গোলাম রোসুল, সামসুজ্জোহা বাদশা, কাউসার আলী, লায়েব ব্রেরিয়ান আব্দুল মোতিন, অফিস সহকারি কম্পিউটার রায়হান বাবুসহ মোহনঞ্জ ডিগ্রি কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারি বৃন্দরা উপস্থিত ছিলেন।

ডিগ্রি কলেজের পক্ষ থেকে মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পডালা অর্পন করার পরে। শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোহনগঞ্জ ডিগ্রি কলেজের উপধ্যক্ষ জনাব মোঃ নূরুল হুদা। এদিকে, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের গভনিংবডির সভাপতি শাহ্ মো বদিউল আলম লিংকন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে