মচমইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ৩:১১ অপরাহ্ণ |
মচমইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, অবসর প্রাপ্ত শিক্ষা অফিসার গোলাম রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম. আহসানুল করিম মামুন, মচমইল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দীন আহমেদ, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক মল্লিক, আহসান হাবিব, সাবেক শিক্ষক আব্দুল জব্বার, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইয়াদ আলী, মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষার্থীদের মধ্যে রিপন কুমার, ইমতিয়াজ আহম্মেদ, জয়নাল আবেদীন, ইশরাত জাহান জেরিন, এমরান হোসেন, রাকিব।

এ সময় উপস্থিত ছিলেন, আহাদ আলী সরদার, প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার আব্দুস সাত্তার, মরিয়ম বেগম, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী, নিতাই কুমার প্রমুখ।

পরে বিদায় শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ ও তাদের জন্য দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি বছর মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ১৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে