চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ১:২৩ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এর পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, টাউন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শ্রেণিভিত্তিক মেধাবীদের পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থদের সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণির নবীন-বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৭ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মাসিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শংকর কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাজহারুল ইসলাম তরু, বিশিষ্ট সমাজ সেবক ও ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মো. রেজাউল করিম, সেকেন্দার নাজাতুন ফাউন্ডেশনের সম্পাদক কানিজ ফাতেমা মিতু, ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক।

অনুষ্ঠানে স্কুলের বিভিন্নদিক নিয়ে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান। বক্তব্য শেষে যেমন খুশি তেমন সাজোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন স্কুলের শিক্ষার্থরা। শেষে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও সহকারি শিক্ষক সমিত চট্টোপাধ্যায়। এ ছাড়াও টাউন হাইস্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে