রুয়েট ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০; সময়: ১১:২৩ অপরাহ্ণ |
রুয়েট ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থী অর্নব পিউস বিশ্বাসকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় রুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে আসামী করা হয়। সোমবার ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে মামলাটি দায়ের করেন নগরের মতিহার থানার ডিউটি অফিসার ফিরোজ আহমেদ জানান।

তিনি বলেন, মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে ১০ জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

আসামীরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, ছাত্রলীগ কর্মী চন্দ্রন, রাকিব শাহরিয়ার, লাশিউর রহমান নাহিদ, জাহিদ হাসান। এছাড়াও চারজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ জানুয়ারি শুক্রবার বিকালে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে র‌্যাগিং বিরোধী র‌্যালীর আয়োজন করা হয়। ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাতে প্রায় ৫ থেকে ৬ জন আমার রুমে এসে ভয়ভীতি দেখিয়ে হল ছাড়ার নির্দেশ প্রদান করেন। পরদিন রাত ৯টার দিকে জিয়া হলের বাগানে আমাকে ডেকে পুনরায় ভয়ভীতি দেখানো হয়।

এজাহারে আরও বলা হয়, ২৬ জানুয়ারি দুপুরে জিয়া হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ৩০৮ নম্বর রুমে আমাকে ডাকা হয়। সেখানে পৌঁছামাত্রই ৫ থকে ৬ জন আমাকে এলোপাথাড়ী মারধর শুরু করে। হত্যার উদ্দেশ্যে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। ফলে আমি অচেতন হয়ে পড়ি। অচেতন হয়ে পড়লে আমার সহপাঠীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেমিকল কলেজ হাসপাতালের ৩৯নং ওয়ার্ডে ভর্তি করান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে