রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০; সময়: ১০:৩০ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) শীতের ১৬ দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। আগামীকাল রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। এদিকে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী (২১ জানুয়ারি) মঙ্গলবার।

ক্লাস শুরুর কিছু দিন পরেই প্রতি বছরের ন্যায় নবীণ শিক্ষার্থীদের বরন করে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে।

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার জানান, ১২ দিনের শীতকালীন ছুটি শেষে ক্যাম্পাস খুলছে আগামী ১৯ জানুয়ারি। ৫ জানুয়ারি থেকে ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যত ৩ জানুয়ারি থেকেই ছুটি শুরু হয়েছিল।

অন্যদিকে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ছুটি শেষ হলেও দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে ১৯ জানুয়ারি রোববার থেকে ক্লাস পরীক্ষাসমূহ শুরু হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে