পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রকাশিত: মার্চ ৭, ২০২২; সময়: ৩:২৬ অপরাহ্ণ |
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।

জাতীয় দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়।

এসময় কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,আবুল খায়ের,জসিম উদ্দিন মোল্লা,ফজলুর রহমান,ইকবাল আহমেদ মিঠু,আব্দুল কুদ্দুস,সেলিম হোসেন,রঙ্গলাল দত্ত,প্রভাষক ইউনুছ মোল্লা, ইয়াছিন মিয়া,সাইফুল ইসলাম সবুজ,ছাত্রলীগ নেতা রাব্বি,মোহনসহ কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে