নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনলাইনে পাঠদান অব্যাহত

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০; সময়: ৮:১৫ অপরাহ্ণ |
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনলাইনে পাঠদান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সংকট মুহূর্তে শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা মোতাবেক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে শিক্ষার্থীরা ঘরে বসে আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে শিক্ষা অর্জন করতে পারছেন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনা ইউজিসি পরিবেশিত ‘জুম সফ্টওয়্যারের’ মাধ্যমে অনলাইনে ক্লাস পরিচালনা করছেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে সংযুক্ত থেকে ক্লাস উপভোগ করছেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিার মাধ্যেমে এত তথ্য জাননা রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের পরিচালক এমএ কাইউম।

আইন বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী রেজোয়ান আলী অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ড. নাসরিন লুবনা ম্যাডামের এই অনলাইন পদ্ধতিতে ক্লাসে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। দেশের এই সংকটকালীন মুহূর্তেও আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারছি। সহপাঠীরাও অনলাইনে যুক্ত হচ্ছেন। এজন্য বিভাগের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকগণ ইতিমধ্যে অনলাইনে ক্লাসের পাঠ্য উপকরণ প্রদান করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে