নবীনদের বরণ করল রাবি রিপোর্টার্স ইউনিটি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০; সময়: ৫:২৩ অপরাহ্ণ |
নবীনদের বরণ করল রাবি রিপোর্টার্স ইউনিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি রিপোর্টার্স ইউনিটি। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আকাক্সক্ষাকে অনেক কষ্টে তোমরা পূরণ করেছো। তোমরা অবশ্যই মেধাবী। শুধু পড়াশোনাই নয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে তোমাদের মেধাকে কাজে লাগাতে হবে। নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিশ^বিদ্যালয়ে অনেক বন্ধু জুটবে। সঠিক বন্ধু নির্বাচন করাটা খুব জরুরী। কারণ বন্ধুরাই ভালোর পথে নিয়ে যায়, আবার এই বন্ধুই খারাপের দিকে নিয়ে যায়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি চর্চার জায়গা। আর বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সেই চর্চার সুযোগ করে দেবে। আশা করি, তোমরা সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবে।

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা টিভির রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আলী রমজান, সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা মর্তুজা নূর, সাবেক সাধারণ সম্পাদক আলী ইউনূস হৃদয়সহ সংগঠনের অন্য সদস্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে