রাবি ছাত্রলীগের সম্মেলন ঈদের পর

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২; সময়: ১১:৩২ অপরাহ্ণ |
রাবি ছাত্রলীগের সম্মেলন ঈদের পর

নিজস্ব প্রতিবেদক, রাবি : আগামী ঈদের পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে আয়োজিত সমন্বিত হল সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সম্মেলনে আল-নাহিয়ান খান জয় বলেন, এই হল সম্মেলনের মাধ্যমে এমন নেতৃত্ব উঠে আসবে, যারা আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এগিয়ে যাবে। এই হল সম্মেলনে সেই নেতৃত্ব উঠে আসবে যে নেতৃত্ব নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, নিজের কথা চিন্তা না করে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের সকল নেতা-কর্মী নিঃস্বার্থভাবে কাজ করে। সকলের একটাই ভালোবাসার জায়গা, সেটা হলো জননেত্রী শেখ হাসিনা। আমাদের কোনো কর্মকান্ডে যেনো আমাদের নেত্রীর কোনো উন্নয়ন কর্মকান্ড বিঘ্নিত না হয় সেই দিক বিবেচনায় রাখতে হবে।

এর আগে দুপুরে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও বেলুন ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

রাবি শাহ মখদুম হল ছাত্রলীগের সভাপতি আরিফ বিন জাহির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, হলে সিট বাণিজ্য করবে চাঁদাবাজি করবে আমরা এমন ছাত্রলীগ চাই না। আমরা এমন ছাত্রলীগ চাই যারা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। কোনো শিক্ষার্থী হলে উঠতে না পারলে হলে তুলে দিতে সাহায্য করবে, লাইব্রেরিতে বইয়ের সমস্যা থাকলে তার সমাধান করবে। আমরা শিক্ষার্থীবান্ধব ছাত্রলীগ চাই।

এসময় ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘বর্তমানে রাবিতে প্রকাশ্যে শিবির না থাকলেও তারা ক্যাম্পাসের আশেপাশের এলাকাগুলোতে আছে। কোনো শিবিরকে পেলে তার গলা থেকে কল্লাটা নামিয়ে দিবা।’

সম্মেলনে শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বরজাহান আলীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ড. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, আহসান হাবীব বাপ্পী, শফি আজাদ বান্টি ও প্রদীপ কুমার সাহা পিংকু, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস।

হল সম্মেলন উপলক্ষে বিকেল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বর্তমানের সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, আঁখি আলমগীর এবং ব্যান্ড ওয়ারফেজ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে