কুড়িগ্রামের রাজারহাটে দুই ভূয়া ডিবি পুলিশ আটক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০; সময়: ৪:৪০ অপরাহ্ণ |
কুড়িগ্রামের রাজারহাটে দুই ভূয়া ডিবি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকাসহ অপহরণ করে নিয়ে যাওয়ার সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে আটককৃতদের রাজারহাট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত ৯ টার দিকে উপজেলার ডাংরারহাট বাজারে একটি প্রতারক চক্র নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন না করার কারণ জানতে চেয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ভয়ে লোকজন দোকান বন্ধ করে পালিয়ে গেলে ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট জাহাঙ্গীরের দোকানে ঢুকে পড়ে প্রতারকরা। দোকানে জাহাঙ্গীরের ভাতিজা ফিরোজকে ধরে থানায় নেয়ার কথা বলে দোকানের টাকাসহ জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তাদের ডিবি পুলিশ কিনা সন্দেহ হলে এলাকার এক যুবক রাজারহাট থানায় ফোন দেন। ওসি তাদেরকে আটক করার কথা বললে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে অপহরণকারীদের পিছু ধাওয়া করেন।

এসময় অপহরণকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের আঃ রাজ্জাক ব্যাপারীর ছেলে রিপন সরকার (৩৮), মৃত-ইসমাইল হোসেনের ছেলে আতাউর রহমান আপেল (২৫) এলাকাবাসীর হাতে আটক হয় এবং আঃ হামিদ মন্ডলের ছেলে মেহেদি হাসান শিলু (২৮) পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বাজাজ সিটি ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ওই মোটর সাইকেলের মালিক জনৈক রাজা মিয়াও প্রতারক চক্রের সদস্য বলে জানা গেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে