রাণীনগরে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
রাণীনগরে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারী ভাবে দ্বিতীয় পর্যায়ে দুই হাজার পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। সরকারি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এসব খাদ্য সামগ্রী সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে।

উপজেলার ৮টি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ, গবীব, দিনমজুর, ভ্যানচালক, ফেরিওয়ালা, ভবোঘুরে, চায়ের দোকানদার, রেস্টুরেন্টের কর্মচারীদের এমন দুই হাজার পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। বিতরণের মধ্যেচিল ১০ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি লবন ও ১ টি করে সাবান বিতরণ শুরু করা হয়েছে।

রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্যাগ অফিসার এবং গ্রামপুলিশদের সহযোগিতায় বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করা হচ্ছে। এর আগে প্রথম পর্যায়ে করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় এক হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে