গাইবান্ধায় উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০; সময়: ১:০২ পূর্বাহ্ণ |
গাইবান্ধায় উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন

পদ্মাটাইমস ডেস্ক : গাইবান্ধায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যুর রাতে তার বাড়ি লকডাউন করেছে প্রশাসন। রোববার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

বিকালে ৩২ বছর বয়সী মারা যাওয়ার পর রাত ১১টায় গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মৃত যুবক নারায়ণগঞ্জ জেলায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে গত ২৫ মার্চ বাড়ি ফেরেন তিনি। এ ছাড়াআগে থেকেই এ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগতেন তিনি।

তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা পরীক্ষার জন্য সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যুর কারণ করোনাভাইরাস কিনা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে