ফেসবুকে খবর দেখে ত্রাণ নিয়ে হাজির বদলগাছীর ওসি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০; সময়: ১:৪১ পূর্বাহ্ণ |
ফেসবুকে খবর দেখে ত্রাণ নিয়ে হাজির বদলগাছীর ওসি

নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি বদলগাছী : ফেসবুকে খবর দেখেই ত্রাণ নিয়ে সেই বাড়িতে হাজির হলেন বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। শনিবার এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, জনৈক ব্যক্তি ডিসট্রিক্ট পুলিশ নওগাঁ নামের ফেসবুক অ্যাকাউণ্টে একটি পোস্ট দেয়। বদলগাছী থানার বিলাশবাড়ী ইউনিয়নের বারফালা গ্রামের টপি বেগম তার স্বামী, দুই সন্তান ও এক নাতিকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রিতা রয়েছেন আট বছর থেকে। স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান কেউ তাকে কোনো ভাতা দেয়নি। ফেসবুকের সেই পোস্ট দেখে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম সাথে সাথে বদলগাছী থানার ওসিকে টপি বেগমের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশের পর আজ(শনিবার) বদলগাছী থানার অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ৩০ কেজির একবস্তা চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য টপি বেগমের হাতে তুলে দেন।

এসময় আবেগ আপ্লুত হয়ে টপি বেগম বলেন, আমরা পাঁচজন মানুষ অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিনমজুরী কাজ করে কোনো রকমে বেঁচে আছি। কেউ আমাদের কোনো ভাতা দেয় না। করোনার কারণে বাড়ি থেকে কাজের জন্য বের হতে পারি না। খেয়ে না খেয়ে দিন কাটছে আমাদের। আল্লাহ নিজ হাতে আমাদের জন্য ত্রাণ পাঠিয়েছে। দোয়া করি আল্লাহ আপনাদের ভালো করুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে