করোনায় আক্রান্ত সন্দেহে নওগাঁর ১৫ জনের নমুনা সংগ্রহ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০; সময়: ৯:৩৫ অপরাহ্ণ |
করোনায় আক্রান্ত সন্দেহে নওগাঁর ১৫ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫ জন সন্দেহভাজন করোনাভাইরাস রোগীর নমুনা (সোয়াপ) সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নওগাঁ জেলায় এখন পর্যন্ত ১৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে তাতে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাণীনগরে দুইজন, আত্রাই উপজেলায় দুইজন, মান্দায় একজন, সাপাহারে একজন, মহাদেবপুরে একজন, পোরশায় একজন, পত্নীতলায় দুইজন, নিয়ামতপুরে দুইজন, ধামুরহাটে দুইজন, বদলগাছিতে একজন রোগীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এই ১৫ জন রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে জানা যাবে।

নওগাঁ সদর উপজেলার কোনো রোগীর নমুনা সংগ্রহ এখনও করা হয়নি। রোববার থেকে নওগাঁ সদর উপজেলাসহ সকল উপজলার সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করে তা পাঠানো হবে বলে তিনি জানান।

সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান জানান, যে ১৫ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে এদের মধ্যে ছয়জন নারী ও ৯ জন পুরুষ। যাদের বয়স ৩০ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে। তিনি আরও জানান, অল্প মাত্রায় সর্দি ও কাশির উপসর্গ থাকার অভিযোগের পরিপেক্ষিতে নমুনা সংগ্রহ করে তা ল্যাবে পাঠানো হয়েছে। তারা সকলে হোম কোয়ারেন্টিনে থাকা বিদেশফেরত প্রবাসী। শনিবার নওগাঁ জেলায় ১৪৯ জন হোম কোয়ারিন্টেনে আছেন বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে