নাটোরে জ্বর-সর্দি-কাশি নিয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০; সময়: ৩:৫৫ অপরাহ্ণ |
নাটোরে জ্বর-সর্দি-কাশি নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নাটোর সদর হাসপাতালে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান. কাফুরয়িা গ্রামের ৫৫ বছরের এক ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাটোর হাসপাতালের একটি দল তার শরীরের রক্ত সংগ্রহ করেছেন। তা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ স্থাপিত করোনা ইউনিটের ল্যাবে পাঠানো হচ্ছে। পরীক্ষার ফলাফল পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সর্বশেষ শনিবার আইইডিসিআর এর দেয়া তথ্যমতে, করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৭০ জন। মারা গেছেন ৮ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। লোকজনকে বাড়িতে রাখতে দেশজুড়ে আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করতে কাজ করেছে সেনা সদস্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে