করোনা পরীক্ষার জন্য সিরাজগঞ্জের ৮ জনের নমুনা সংগ্রহ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০; সময়: ১২:০২ অপরাহ্ণ |
করোনা পরীক্ষার জন্য সিরাজগঞ্জের ৮ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার দুই দফায় ৮ জনের কররোনাভাইরাস পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহন করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। এর মধ্যে প্রথমে প্রেরণ করা দুইজনের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে তাদের শরীর করোনাভাইরাস পাওয়া যায়নি। এছাড়াও গত ১ এপ্রিল পাঠানো ৬ জনের পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন কাউকে হোম কোয়ারেন্টিানে পাঠানো হয়নি। তবে উল্লাপাড়া উপজেলায় ৬ জন, বেলকুচি উপজেলায় ৪ জন, তাড়াশ উপজেলায় ৩ জন, রায়গঞ্জ উপজেলা ও চৌহালী উপজেলায় ১ জন মোট ১৫ জনকে সুস্থ্যতার ছাড়পত্র দেয়া হয়েছে।

গত ১৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় বিদেশফেরত মোট ৫৮৯ জনকে হোম কোয়ারেন্টিানে রাখা হয়। এদের মধ্যে ৪ এপ্রিল পর্যন্ত ৫০২ জনকে সুস্থ্যতার ছাড়পত্র দেওয়া হয়। এখন সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টিানে রয়েছে ৮৯ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে