নিয়ামতপুরে ছাত্রলীগের সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

প্রকাশিত: মার্চ ৩১, ২০২০; সময়: ১২:১১ অপরাহ্ণ |
নিয়ামতপুরে ছাত্রলীগের সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্দেশনায় নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কবির রাজুর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে মাস্ক, হান্ড স্যানিটাইজার, সাবান লিফলেট ও জীবাণুনাশক স্প্রে বিতরন করা হয়েছে। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা হলো এই মরনঘাতক ভাইরাস প্রতিরোধের একমাত্র প্রধান উপায়।

তারই ধারাবাহিকতায় উপজেলার হাজিনগর, ভাবিচা ইউনিয়নসহ উপজেলাবাসীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে ইউনিয়ন ছাত্রলীগ নেতা কর্মীরা এ উদ্যোগ হাতে নেয়। সহযোগিতা করেন নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবিত রেজা, সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হাসান চৌধুরী রিপন, রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হোসেন আলী, ছাত্রলীগ নেতা কাসেদুর রহমান, কাউছার হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ভাবিচা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এছাড়াও ছাত্রলীগ নেতা রাসেল সুজন, মজিদুল ইসলাম, শিহাব সবুজ, মোরশেদ হাসান মুরাদ, দীপু, হাসান, আশিক, মিজানুর,মিলন, রনি, শামিম, নিশান, ইকবাল ও প্রান্ত।
এছাড়া উপজেলার বিভিন্ন দোকানের সামনে দাগ, দেওয়া হয় যাতে সবাই নিরাপদ দুরত্বে থেকে প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে।

নওগাঁ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি রায়হান কবির রাজু, নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবিত রেজা ও সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হাসান চৌধুরী রিপন বলেন, বর্তমানে এই নোভেল করোনা ভাইরাস চীন, ইতালীসহ বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারন করেছে। সম্প্রতি বাংলাদেশেও এই ভাইরাসে কিছু লোক আক্রান্ত হয়েছে। তাই এই ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেই বিষয়গুলো পালন করতে হবে। তবেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে