নিয়ামতপুরে কর্মহীন ১ হাজার পরিবারে চাল-ডাল-আলু বিতরণ

প্রকাশিত: মার্চ ৩১, ২০২০; সময়: ১২:০৪ অপরাহ্ণ |
নিয়ামতপুরে কর্মহীন ১ হাজার পরিবারে চাল-ডাল-আলু বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছেন নিয়ামতপুর উপজেলা প্রশাসন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারী ভাবে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা দপ্তরের উদ্যোগে ১ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার রাত ৮ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা, ডিমা, গাবতলী এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে চাল-ডাল-আলু বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, প্যানেল চেয়ারম্যান তুসিত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, কুলি, শ্রমিক-দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে সরকারী এই কর্মসূচি পরিস্থিতি সাভাবিক না হওয়ায় পর্যন্ত চলবে। আজ কয়েকটি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করে উদ্বোধন করলাম। ইউনিয়ন পর্যায়ে উপজেলায় মোট ১০ হাজার কেজি চাল, ২ হাজার কেজি আলু এবং ৫শ কেজি ডাল ১ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলূ এবং আধা লিটার তেল প্রদান করা হয়। দু’ এক দিনের মধ্যে মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষ হতে ৪০ হাজার কেজি চাল ৪ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে।

নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ সকলকে পরিস্কার পরিচ্ছন্ন ও বাড়ীতে থাকার আহবান জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে