করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মাঠে ‘গিফট ফর গুড’

প্রকাশিত: মার্চ ৩১, ২০২০; সময়: ৩:০৮ পূর্বাহ্ণ |
করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মাঠে ‘গিফট ফর গুড’

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিককালের বৈশ্বিক মহামারীর নাম ‘করোনাভাইরাস’ সংক্ষেপে কোভিড-১৯। বাংলাদেশেও এটি ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে। এটি মোকাবিলায় সরকারের নানাবিধ নির্দেশনা রয়েছে। রয়েছে বেসরকারি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের এগিয়ে আসার উদাত্ত আহ্বান। সরকারের ডাকে সাড়া দিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ, জনগণকে সচেতন ও সহযোগিতায় কাজ করছে ‘গিফট ফর গুড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

করোনাভাইরাসের আতঙ্ককে দূরে সরিয়ে ‘গিফট ফর গুড’ সংগঠনটি ইতোমধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, নাটোর, ঠাকুরগাঁসহ দেশের বিভিন্ন জায়গায় এক হাজার পাঁচশো’রও বেশি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করেছে। শুধু তাই নয়, এসব জায়গায় এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে। মৌখিকভাবে সরকারের সচেনতার নির্দেশাবলী জানানোর মাধ্যমে সচেতন করছে।

‘গিফট ফর গুড’ সংগঠনের হেড অফ অপারেশন আশরাফুল ইসলাম আশিক জানান, ‘দেশের যেকোনো সমস্যায় আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। করোনা সঙ্কট মোকাবিলায় আমাদের এসব কাজ তারই অংশ। আমরা কেবলমাত্র দরিদ্র মানুষের হাতে খাবার, মাস্ক বা স্যানিটাইজার তুলে দিচ্ছি না, পাশাপাশি করোনা মোকাবিলায় তাদের সাহস যোগাতে চেষ্টা করছি। সচেতনতা বৃদ্ধিতে চেষ্টা করছি।’ সংগঠনটির প্রতিষ্ঠাতা মিথুন দাস কাব্য জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভসহ দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সেচ্ছাসেবী কার্যক্রম চালাচ্ছি।’

উল্লেখ্য, গতবছরের শেষ দিকে ‘লাস্ট মাইল ফাউণ্ডেশন’র উদ্যোগে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক সংগঠনটি চালু করে। সেসময় তাদের উদ্দেশ্য ছিল, বাসাবাড়ির অব্যবহৃত জিনিসপত্র বাসা থেকে সংগ্রহ করে তা পুনরায় ব্যবহারযোগ্য করে হতদরিদ্র মানুষের নিকট বিতরণ করা। এছাড়া দরিদ্র মানুষের স্থায়ী আয়ের ব্যবস্থা করতে কাজ করা। সম্প্রতি করোনাভাইরাসের মহামারী দেশব্যাপী ছড়িয়ে পড়লে তারা এটি নিয়ন্ত্রণ, জনগণকে সচেতন ও সহযোগিতার কাজে নেমে পড়ে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে