সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টিনে ১২৮ জন

প্রকাশিত: মার্চ ৩০, ২০২০; সময়: ৯:৫৭ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টিনে ১২৮ জন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ৭ জন, কাজিপুর উপজেলায় ২ জন ও কামারখন্দ উপজেলায় ১ জন সহ মোট ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরদের মধ্যে ১৩৭ জনকে সুস্থ্যতার ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার সকালে এ তথ্য জানান, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি জানান, সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলায় বিদেশ ফেরত মোট ৫৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার হয় এবং তাদের মধ্যে ৪৪১ জনকে সুস্থ্যতার ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয়া হয়। এর ফলে সিরাজগঞ্জ জেলায় এখন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২৮ জন।
অন্যদিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস আতংকে রোগীর সংখ্যা এখন অনেক কম। সোমবার সকাল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল মাত্র ১৮ জন। হাসপাতালের বেড গুলো শুন্য পড়ে রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে