জয়পুরহাটে ছাত্র ইউনিয়নের ত্রান বিতরণ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২০; সময়: ৯:৫৬ অপরাহ্ণ |
জয়পুরহাটে ছাত্র ইউনিয়নের ত্রান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের মাঝে রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।  রোববার (২৯ মার্চ) রাতে বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষদের মধ্যে চাল, ডাল, আলু ও মুড়ি বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শামিম কাদির, সোহেল রানা, ছাত্র ইউনিয়ন সভাপতি রিফাত আমিন রিয়ন, সহ সভাপতি রেজুয়ান আহমেদ, সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, দপ্তর সম্পাদক সামিয়া আখতার মিমি প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা বলেন, দেশে ‘করোনা ভাইরাস’ সংক্রমণের ফলে একধরণের আতঙ্ক তৈরি হয়েছে। সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন জায়গায় লকডাউন করেছে। ঘর বন্দি হয়ে পড়েছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ। খেটে খাওয়া এইসব সাধারণ মানুষের পাশে থেকে ছাত্র ইউনিয়ন জন্ম থেকেই কাজ করে আসছে। এই দুঃসময়ে খেটে খাওয়া এইসব সাধারণ মানুষদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ছাত্র ইউনিয়ন।

করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে সভাপতি রিফাত আমিন রিয়ন বলেন, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে আপনারা সকলে ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন। তাহলেই আমরা এই মহামারী দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে