বদলগাছীতে কর্মহীনদের বাড়িতে চাল পৌঁছে দিচ্ছে প্রশাসন

প্রকাশিত: মার্চ ৩০, ২০২০; সময়: ৯:৪৯ অপরাহ্ণ |
বদলগাছীতে কর্মহীনদের বাড়িতে চাল পৌঁছে দিচ্ছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক,  বদলগাছী নওগাঁ : সারা দেশের মতো করোনা ভাইরাস মোকাবেলায় নওগাঁর বদলগাছীতেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য দোকান ও যানবাহন বন্ধ রয়েছে। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষরা পড়েছেন বিপাকে। তাই দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় অসহায় এই মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন উপজেলা প্রশাসন। জনসমাগম এড়াতে খাদ্যসামগ্রী নিয়ে তারা ছুটছেন তাঁদের বাড়িতে।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির উপজেলা প্রশাসনের জনবল দিয়ে বদলগাছী ৮টি ইউনিয়নের দিনমজুর, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের পরিবারের কাছে এই খাদ্য দ্রব্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের প্রভাষক মাহামুদুল হাসান হিরো, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নজরুল ইসলাম, বদলগাছী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সানজাদ রয়েল সাগর ও আওয়ামীলীগ নেতা বাবর আলী প্রমূখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার বদলগাছী উপজেলায় ১০ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্ধ দিয়েছে। নিন্ম আয়ের প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, হাফ কেজি লবন ও ১ টি করে সাবান দিচ্ছি। তিনি আরো বলেন, আজ এই উপজেলায় মোট ১ হাজার পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। চাহিদা অনুযায়ী আরো ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহা ঃ আবু তাহির বলেন, এলাকার মানুষ নিরাপদে ঘরে থাকুক। আমারা তাঁদের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে