চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তাদের করোনা প্রতিরোধের নির্দেশনা

প্রকাশিত: মার্চ ৩০, ২০২০; সময়: ১২:৩২ পূর্বাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তাদের করোনা প্রতিরোধের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে এসআই, এএসআই, কনস্টেবলসহ অন্য কর্মকর্তাদের করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়েছে। রোববার রাত ৯ টার দিকে থানা চত্বরে দূরত্ব বজার রেখে অফিসারদের ব্রিফ করা হয়। এ সময় হাত সাবান দিয়ে কিভাবে ধুতে হবে, কি ভাবে মাস্ক ব্যবহার করতে হবে, মানুষকে কিভাবে সচেতন করতে হবে, এসব বিভিন্ন বিষয়ের নিয়ম সমন্ধে জানানো হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম, ওসি তদন্ত মো. কবির হোসেন ও ওসি অপারেশন মো. মিন্টু রহমান উপস্থিত ছিলেন।

ওসি জিয়াউর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছে পুলিশ। সাধারণ মানুষদের হয়রানি বা আচরণ খারাপ যাতে কোন পুলিশ না করে সে জন্য কড়া নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

তিনি আরো জানান, আমরা থানায় দু স্তরের হাত ধোঁয়ার ব্যবস্থা করেছি। সেবা গ্রহীতরা থানায় ঢুকতে হলে প্রধান গেটের পাশে ও ওসির রুমের পাশে রাখা বেসিনে সাবান দিয়ে হাত ধুয়ে ঢুকতে পারবে। সকলকে নিয়ম মেনে চলার অনুরোধও করেন ওসি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে