নন্দীগ্রামে ইজিবাইক চার্জ দিতে গিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু

প্রকাশিত: মার্চ ২৯, ২০২০; সময়: ১:২১ অপরাহ্ণ |
নন্দীগ্রামে ইজিবাইক চার্জ দিতে গিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন (১২) নামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে উপজেলার ভাটরা ইউনিয়নের কোলদীঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। রিপন হাটধুমা দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো।

জানা গেছে, রাতে বাবার ইজিবাইক (অটোভ্যান) চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে ইজিবাইকটি বিদ্যুৎতায়িত হয়ে যায়। এ সময় রিপন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

রবিবার (২৯ মার্চ) সকালে ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল বারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে