সিরাজগঞ্জে নতুন ২, ছাড় ২৯, মোট হোম কোয়ারেন্টিনে ২৫৫ জন

প্রকাশিত: মার্চ ২৯, ২০২০; সময়: ১:০১ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে নতুন ২, ছাড় ২৯, মোট হোম কোয়ারেন্টিনে ২৫৫ জন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া জেলায় বিদেশ থেকে আসা কোয়ারেন্টিনে থাকা ৩০৪ জনের মধ্যে ২৯ জনকে সুস্থতার ছাড়পত্র দেয়ায় ২৫৫ জনকে কোয়ারেন্টিনে রেখেছে জেলা স্বাস্থ বিভাগ। রোববার সকালে এ তথ্য জানান, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি জানান, জেলা বাসীকে করোনা সংক্রামন রোধে সতর্ক থাকতে বলা হয়েছে। যারা কোয়ারেন্টিনে রয়েছেন কোন রকম অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে করোনা মনিটরিং সেল। সেখান থেকে ২৪ ঘণ্টা সব ধরনের সহযোগীতা দেয়া হচ্ছে জেলার নাগরিকদের। এছাড়া জেলার সব গুলো সরকারী হাসপাতাল ও ২টি মেডিকেল কলেজ হাসপাতালে ২শ আইসোলেশন বেড রাখা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে