চাঁপাইনবাবগঞ্জে ১৫ টি ওয়ার্ডে ১০ কেজি করে চাল বিতরণ শুরু

প্রকাশিত: মার্চ ২৯, ২০২০; সময়: ১২:৪৫ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ১৫ টি ওয়ার্ডে ১০ কেজি করে চাল বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার ১৫টি ওয়ার্ডে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভায় চাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলনগীর হোসেন।

এ সময় পৌর মেয়র ও ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিলসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে সমাজের নিম্নবিত্ত, অসহায়, গরীব খেটে খাওয়া মানুষের কাজ বন্ধ থাকায় তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর জিআর (জেনারেল রিলিফ) এর চাল ও টাকা বিতরণ শুরু হয়েছে। যা ১৫ নং ওয়ার্ড থেকে শুরু হল।

দেশের এই দুর্যোগপূর্ণ মুহুর্তে জেনারেল রিলিফ এর চাল বরাদ্ধর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। -কপোত নবী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে