গাইবান্ধায় আক্রান্ত ৪, আরও দেড়শ’ জনের নমুনা সংগ্রহ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২০; সময়: ৬:৫৯ অপরাহ্ণ |
গাইবান্ধায় আক্রান্ত ৪, আরও দেড়শ’ জনের নমুনা সংগ্রহ

পদ্মাটাইমস ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৪৮ জনের মধ্যে গাইবান্ধার ৪ জন। এ জেলায় আগেই দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছিলো। শুক্রবার সারা দেশে শনাক্ত হওয়া নতুন পাঁচ রোগীর মধ্যে গাইবান্ধার আছেন দুইজন। এ দুই জনেই নারী। তারা করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্র প্রবাসী মা-ছেলের সংস্পর্শে ছিলেন।

এ নিয়ে গাইবান্ধায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল চারজনে। শনিবার দুপুরে সদরের বল্লমঝাড় এলাকায় ঘরবন্দী দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন করোনা আক্রান্ত দুইজন সনাক্তের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, নতুন করে গাইবান্ধায় দুই নারী করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। আক্রান্ত দুইজনেই যুক্তরাষ্ট্র প্রবাসী ফেরত মা-ছেলের সংস্পর্শে ছিলেন। তারা দুজনেই নিজ বাড়ির হোম কোয়ারেন্টাইনে আছেন। জেলায় এ পর্যন্ত তিন নারী ও একজন পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে আছেন ২২৫ জন। ১৪ দিন মেয়াদ শেষে ছাড়পত্র পেয়েছেন ১৩ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুইজন। তবে আক্রান্ত দুইজনের স্বাস্থ্য পরীক্ষায় আগেই সনাক্ত হয়।

এর আগে গত ২২ মার্চ গাইবান্ধায় প্রথম দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদের দুইজনেই যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসী। সম্পর্কে তারা মা-ছেলে। বর্তমানে তারা দুজনেই শহরের নিজ হোম কোয়ারেন্টাইনে আছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে গত ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত তারা সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জে দুটি বিয়ের দাওয়াতে অংশ নেন।

এছাড়া নাকাইহাটের শশুরবাড়ীতেও অবস্থান করেন তারা। খবর পেয়ে আইইডিসিআর এর প্রতিনিধি দল গাইবান্ধায় এসে আক্রান্ত দুই প্রবাসীর সংস্পর্শে থাকা দেড় শতাধিক আত্মীয় পরিবারের সদস্যের অনেকের স্বাস্থ্য পরীক্ষায় নমুনা সংগ্রহ করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে