নওগাঁ সদরের ৩০ হাজার পরিবারকে খাবার দিচ্ছেন সাংসদ জন

প্রকাশিত: মার্চ ২৮, ২০২০; সময়: ২:৫৫ অপরাহ্ণ |
নওগাঁ সদরের ৩০ হাজার পরিবারকে খাবার দিচ্ছেন সাংসদ জন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সদর উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় পর্যায়ক্রমে প্রায় ৩০ হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে স্থানীয় এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রি এবং সাবান বিতরণ করা হচ্ছে। শনিবার দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নিজ উদ্যোগে প্রথম পর্যায়ে ১০ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, আটা এবং হাত পরিস্কার করা সাবান বিতরণ করা হয়।

এসময় সাংসদের পক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃঞ সাহা, সাবেক যুবলীগ নেতা শাহ্ পরান নয়ন এবং সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমেদ ইমরান। নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিনিধিদের কাছে নিজ নিজ এলাকার খাদ্য সামগ্রি পৌঁছে দেওয়া হয় এবং তালিকা অনুযায়ী তা সঠিকভাবে বন্টনের নির্দেশ প্রদান করা হয়।

এ সময় স্থানীয় সাংসদের পক্ষে প্রতিনিধিরা বলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নিজ উদ্যোগে প্রতিতি ব্যাগে চাল ৫ কেজি, আলু ১ কেজি, ডাল ১ কেজি, আটা ২ কেজি এবং হাত পরিস্কার করা সাবান ১টি করে দেয়া হয়েছে।

এসময় তারা বলেন, এমপি ব্যরিস্টার নিজাম উদ্দিন জন সকল পর্যায়ের মানুষের কাছে অনুরোধ করে বলেন করোনা ভাইরাস মোকাবেলায় সবাই যেন নিজ ঘরে অবস্থান করেন এবং সামাজিক দুরত্ব বজায় রাখেন। খাদ্যসামগ্রি তাদের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষে তার কর্মীরা কাজ করে যাচ্ছে।

আপনার নিজ ঘরে অবস্থান করে দেশের মানুষকে সহযোগিতা করুন আমরা আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিবো। নওগাঁ বাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে ডাক্তারের বেঁধে নিয়মগুলো মেনে নিজ ঘরে অবস্থান করবার অনুরোধ করেন দেশের সর্বোকনিষ্ঠ এই সংসদ সদস্য।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে