সিরাজগঞ্জে বিক্রয় প্রতিনিধিদের জমায়েত করায় লিভার ব্রাদার্স পরিবেশকের অর্থদন্ড

প্রকাশিত: মার্চ ২৬, ২০২০; সময়: ১০:৫৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে বিক্রয় প্রতিনিধিদের জমায়েত করায় লিভার ব্রাদার্স পরিবেশকের অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে বিক্রয় প্রতিনিধিদের নিয়ে জমায়েত করার দায়ে সিরাজগঞ্জে লিভার ব্রাদার্স লিমিটেডের পরিবেশক মেহেদী ইয়ার্ন এন্টারপ্রাইজের সত্বাধিকারীকে ৩০ হাজার অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের গোশালা ফজলুল হক রোডে অভিযান চালিয়ে লিভার ব্রাদার্স পরিবেশক হাজী আব্দুল হামিদ ভুইয়ার ছেলে মেহেদী হাসান বোখারীকে (৩৮) এ অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রট মামুনুল হক।

তিনি বলেন, সরকারী বিধিনিষেধ অমান্য করে বিক্রয় প্রতিনিধিদের অবৈধ ভাবে জমায়েত করার দায়ে সংক্রামন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) তার কাছ থেকে ৩০ হাজার টাকার অর্থদন্ড আদায় করা হয়েছে। অভিযানের সময় সদর সার্কেলের পুলিশ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার সহ অন্যান্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, লিভার ব্রাদার্স পরিবেশক মেহেদী হাসান বোখারীর নির্দেশে শহরের গোশালায় দুই শতাধীক বিক্রয় প্রতিনিধিকে নিয়ে একটি সমাবেশ হচ্ছিল। খবরটি পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে প্রায় লিভার ব্রাদার্স পরিবেশকের দুই শতাধিক বিক্রয় প্রতিনিধিদের রাস্তায় লাইন করে দাঁড় করানো হয়। পরে আইন অমান্য করার দায়ে তাকে অর্থদন্ড দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে