বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নাটোরে কাটা হলো শত পাউন্ড কেক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২০; সময়: ৪:২৭ অপরাহ্ণ |
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নাটোরে কাটা হলো শত পাউন্ড কেক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন। মঙ্গলবার শহরের দিবসের সুচনাতে শহরের স্বাধীনতা চত্বরে ২১ বার তোপধ্বনী, জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করেনস্থানীয় সংসদ সংদস্য সহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এছাড়া দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ওএকশ পাউন্ডের একটি কেক কাটা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলেঅচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, পিপি সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু প্রমুখ।

এছাড়া পৌর কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন সহ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন মাইকে প্রচার করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে