নাটোরের ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০; সময়: ৪:৩৪ অপরাহ্ণ |
নাটোরের ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের গুরুদাসপুরের সাবেন আলী (৪৬) নামে চেক জালিয়াতি ১৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করে গুরুদাসপুর থানার পুলিশ। গেপ্তারকৃত সাবেন আলী গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার মরহুম বারশেদ আলী শাহর ছেলে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গ্রেফতারকৃত সাবেন আলী ১৬টি চেক জালিয়াতি মামলায় ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে ১৬টি সিআর সাজা ওয়ারেন্ট এবং ২১ টি সিআর ওয়ারেন্ট সহ ৩৭ টি ওয়ারেন্ট (গ্রেপ্তারী পরোয়ানা) রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার লিটন সাহা তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, সাবেন আলী গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের একজন চাল ব্যবসায়ী। সে স্থানীয় পাইকাররী চাল ব্যবসায়ীদের কাছে থেকে বাকিতে চাল কিনে। ওই চাল কম দামে বিক্রি করলেও পাওনাদারদের টাকা পরিশোধ করেনা।

তার কাছে পাওনাদারদের প্রায় ৫ কোটি টাকা বকেয়া থাকে। টাকা না পাওয়ায় চাপাচাপিতে পাওনাদারদের চেকের মাধ্যমে টাকা প্রদান করেন। কিন্তু পাওনাদাররা ব্যাংক থেকে ওই চেক ভাঙ্গাতে গেলে চেকগুলি ডিজওনার হয়। এনিয়ে পাওনাদাররা তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেন।

এর মধ্যে ১৬ টি মামলায় তার ১৬ বছরের কারাদন্ড প্রদান করা হয়। প্রতিটি মামলায় তাকে এক বছর করে কারাদন্ড দেয় আদালত। এছাড়া আরও ২১ টি সিআির মামলায় ওয়ারেন্ট ইস্যু করা হয়। এসব মামলা দায়েরের পর থেকে সাবেন আলী পলাতক ছিল। বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে নাটোর আদালতে সোপর্দ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে