সুজানগরের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০; সময়: ৪:২০ অপরাহ্ণ |
সুজানগরের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : ২০১৯-২০ অর্থ বছরের গ্রীস্মকালীন মুগ ও তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজানগরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার(অতিঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং এসএপিপিও আলমগীর হোসেন ও উপ সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলামের সঞ্চালনায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাঈম হাসান মোছাঃ ইশরাত জাহান,সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম,ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার,সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আবুল হাশেম,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা উপস্থিত ছিলেন।

সুজানগর উপজেলা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাযায় এবারে উপজেলার সর্বমোট ৪০০ জন ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে সার সহ মুগ বীজ,তিল বীজ, বিতরণ করা হবে। আর প্রতিটি কৃষক বিনামূল্যে ৫ কেজি মুগ বীজের সাথে ২০ কেজি করে সার এবং ১ কেজি তিল বীজের সাথে ৩০ কেজি করে সার পাবেন বলেও জানা যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে