মান্দায় অবৈধভাবে মাটি খননে দুইজনের কারাদন্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০; সময়: ৯:২৭ অপরাহ্ণ |
মান্দায় অবৈধভাবে মাটি খননে দুইজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পুকুর থেকে অবৈধভাবে মাটি খননের অভিযোগে দুইজনকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার ছোটমুল্লুক গ্রামের ছহির উদ্দিনের ছেলে বাবু (২৫) ও চকগোবিন্দ গ্রামের মৃত ইব্রাহীম প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (২৬)। এরা দুজনেই অবৈধভাবে মাটিখনন কাজের সঙ্গে জড়িত ছিল।

উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, উপজেলার কালীগ্রাম এলাকার একটি পুকুর কন্ট্রাক্ট নিয়ে মাটি খননের কাজ করে আসছিলেন আলাউদ্দিন নামে একব্যক্তি। পুকুরটিতে দুটি এস্কেভেটর মেশিন দিয়ে মাটিকাটাসহ বেশকিছু ট্রাক্টর দিয়ে মাটিবহনের কাজ করা হচ্ছিল। এতে করে উত্তরা কলেজ মোড় থেকে কালীগ্রাম পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ইতোমধ্যে দুই শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে।

কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, ব্যস্ততম এ রাস্তা দিয়ে উত্তরা ডিগ্রি কলেজ, কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয় ও কির্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া নওগাঁ-রাজশাহী মহাসড়কের কলেজ মোড় থেকে গ্রামীণ এ রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কালীগ্রাম, দোডাঙ্গী ও কির্তলী গ্রামের লোকজন। কিন্তু পুকুরটি থেকে মাটিখনন ও পরিবহনের কাজে এ রাস্তাটি ব্যবহার করায় শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের চলাচল নির্বিগ্ন করতে গত মঙ্গলবার ইউএনও’র নিকট মাটিখনন বন্ধের দাবি জানিয়ে আবেদন করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে মাটিখনন করার অভিযোগে দুইজনকে কারাদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আগামিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে