নন্দীগ্রামে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০; সময়: ৬:৪৪ অপরাহ্ণ |
নন্দীগ্রামে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ অমিতাব বর্ম্মন, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে