সুজানগর পৌরসভায় উন্মুক্তভাবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০; সময়: ৬:০৮ অপরাহ্ণ |
সুজানগর পৌরসভায় উন্মুক্তভাবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান শেখ হাসিনারই অবদান এই শ্লোগানকে সামনে রেখে সুজানগর পৌরসভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রয়ারী) পৌর কার্যালয় চত্ত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এর আয়োজন উন্মুক্ত পদ্ধতিতে এ যাচাই বাছাই সম্পন্ন করা হয়। এ সময় সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব,পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান,পৌর সচিব গোলাম নবী, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,পৌর কাউন্সিলরবৃন্দ সহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয় সুত্রে জানাযায়,এবারে ২০১৯-২০ ইং অর্থবছরে সুজানগর পৌরসভা থেকে ৫৪ জন বয়স্কভাতাভোগী, ৬২ জন অস্বচ্ছল বিধবাভাতা ভোগী এবং ১০০ জন প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচন করা হয়েছে। এবং পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতীতে এ যাচাই বাছাই করা হবে। পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর জানান পর্যায়ক্রমে সকল বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী এই কার্যক্রমের আওতায় আসবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে