মাইক্রো-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০; সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ |
মাইক্রো-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

পদ্মাটাইমস ডেস্ক : মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে।

লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলি এলাকায় মঙ্গলবারের এ ঘটনায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নোয়াখালীর চাটখিল উপজেলার গুমাতলী গ্রামের ঘোষের বাড়ির মিজানুর রহমানের স্ত্রী রুনু আক্তার (৪৫), তাদের ছেলে মিরাজ (৭), অটোরিকশা চালক লক্ষ্মীপুর সদরের উত্তর মজিবুর এলাকার কালু মিয়ার ছেলে সুমন (৪৫) এবং চাটখিলের শীলপাড়া গ্রামের মিলনের ছেলে মীর হোসেন (৭)।

আহত রুবি আক্তরকে (৩৪) নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুবি আক্তার নিহত মীর হোসেনের মা।

নোয়াখালী জেনারেল হাসপতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) মাকসুদুর রহমান জানান, ৪ জনের লাশ হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যান। হাসপাতালে নিলে আরও একজন মারা যান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে