জয়পুরহাটে জাতীয় বীমা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০; সময়: ১২:৪৭ পূর্বাহ্ণ |
জয়পুরহাটে জাতীয় বীমা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : ”বীমা দিবসের শপথ করি, নিরাপদ জীবন গড়ি” স্লোগানে আগামী ১ মার্চ ২০২০ প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোনাববর হোসেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডে লোকবীমা প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর হারুন-অর-রশিদ, জীবন বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার ফজলুর রহমান, সাধারন বীমা কর্পোরেশনের ডেপুটি ম্যানেজান হারুন-অর-রশিদ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইনচার্জ রেজাউল করিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জোনাল ম্যানেজার ফেরদৌসুর হোসেন প্রসুখ। এ ছাড়াও বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ উপন্থিত ছিলেন।

জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বীমা কোম্পানিতে জাতির পিতার যোগদানের এই তারিখকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ ঘোষণা করেছে সরকার। প্রথমবারের মতো এ বছরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কার্যকর প্রস্তুতি গ্রহণ করতে এ সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আগামী ১ মার্চ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে