নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০; সময়: ৪:২৮ অপরাহ্ণ |
নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে এক যোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহন চলে। উপজেলার ১শ ২৮টি বিদ্যালয়ে ৭টি পদের জন্য স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষন, পানি সম্পদ, স্বাস্থ্য, অভ্যর্থনা ও আপ্যায়ন, বৃক্ষরোপন ও বাগান তৈরী, পুস্তক ও শিখন সামগ্রী, ক্রীড়া ও সাংস্কৃতি পদে নির্বাচন হয়।

উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, খুব সুন্দর ভাবে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মতই ভোট গ্রহন হয়। সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে। আমি আমার আমার সহকর্মীরা উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। কোথাও কোন সমস্যা হয়নি।

ভাদরন্ড লক্ষীতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গেলে দেখা যায় নির্বাচন অত্যান্ত সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশন, আইন শৃংখলাসহ যাবতীয় দায়িত্ব ছাত্র/ছাত্রীরা পালন করেন।

ভাদরন্ড লক্ষীতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষন পদে ৩য় শ্রেণির শিক্ষার্থী মোঃ রুম্মান, পানি সম্পদ পদে একই শ্রেণির আফিকুল, স্বাস্থ্য পদে একই শ্রেণির নাফিউল, অভ্যর্থনা ও আপ্যায়ন পদে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী নূপুর খাতুন, বৃক্ষরোপন ও বাগান তৈরী পদে একই শ্রেণির শ্রী কাজল, পুস্তুক ও শিখন সামগ্রী পদে ৫ম শ্রেণির শিক্ষার্থী সুনেম শাহরিয়ার এবং ক্রীড়া ও সাংস্কৃতি পদে একই শ্রেণির জুবায়ের হোসেন নির্বাচিত হন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে