সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০; সময়: ১:৪৯ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সপ্তাহব্যাপী মেলাটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

মেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ সূর্য, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম সেলিনা বেগম স্বপ্না, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিন, নাসিবের প্রেসিডেন্ট রেজাউল করিম রঞ্জু প্রমুখ।

এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এসএমই মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‌্যালীর নেতৃত্ব দেন আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রনালয়ের উদ্যোগে ২০০৭ সাল থেকে দুই বছর পর পর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০২০ অর্থ বছরে দেশের ৩১টি জেলার ন্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মেলায় দেশীয় পণ্যর বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোক্তাদের সমন্বয়ে বিভিন্ন স্টল স্থাপনসহ প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা।

পাট, চামড়া, পোষাকসহ বিভিন্ন পণ্য সামগ্রীর মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে