প্রয়াত নেতা বাচ্চু ডাক্তার একুশে পদকে পাওয়ায় দোয়া মাহফিল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০; সময়: ৭:২৮ অপরাহ্ণ |
প্রয়াত নেতা বাচ্চু ডাক্তার একুশে পদকে পাওয়ায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, আওয়ামীলীগের প্রয়াত নেতা আআম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২০(মরণোত্তর) ভুষিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাদ আসর মরহুম বাচ্চু ডাক্তারের জন্মভুমি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন। বালিয়াডাঙ্গা বিশ্বাস পাড়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সুযোগ্য পুত্র মেসবাহুল শাকের জ্যোতি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব খুরশিদ আহম্মদ, সহকারী প্রকৌশলী (অবঃ) নেসকো লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ, প্রফেসর মোঃ তানবিরুল আলম, চেয়ারম্যান (অবঃ) রাজশাহী শিক্ষা বোর্ড, আব্দুল মালেক মানিক, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখা,মোঃ নাজমুল হক (আরিফ) অধ্যক্ষ্ টিটিসি রাজশাহী প্রমুখ।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত নেতা বাচ্চু ডাক্তারের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান, সুপার যাদুপুর দাখিল মাদ্রাসা।

প্রধান অতিথির বক্তব্যে মেসবাহুল শাকের জ্যোতি বলেন, আমার বাবাকে মরনোত্তর একুশে পদক প্রদানের জন্য জাতির জনকের কণ্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই ও উনার দীর্ঘায়ু কামনা করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষে আমার পিতাকে সবচেয়ে বড় উপহার দিয়েছেন, এই উপহার চাঁপাইনবাবগঞ্জবাসীর গর্বের উপহার। তিনি ভাষা শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে