এনায়েতপুরে গোপরেখী মিফতাহুল উলুম মাদ্রাসার ভবন নির্মানের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
এনায়েতপুরে গোপরেখী মিফতাহুল উলুম মাদ্রাসার ভবন নির্মানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী মিফতাহুল উলুম ক্বওমী মাদ্রাসার ৪র্থ তলা নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন নির্মান কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

এসময় এক আলোচনা সভায় স্থানীয় সমাজ-সেবক আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকেএমইএ-এর সাবেক পরিচালক আলহাজ্ব শেখ আব্দুস ছালাম, খুকনী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সদরে মুহাতামিম আলহাজ্ব হাফেজ আব্দুর রাজ্জাক, মুহাতামিম আলহাজ্ব মুফতি আব্দুর রোউফ, বারুপুর মারকাযুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মোঃ আলী হাসান, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ইসলামের যে আদর্শ নীতি নির্ধারন করা হয়েছে তার প্রতি আমাদের প্রত্যেক মসুলমানের আনুগত্য রাখতে হবে। পাশাপাশি মানবিকতায় পথ চলে অন্যের কল্যানেও নিবেদিত হতে হবে। তবেই পরকালে আমাদের আল্লাহ নাজাত দিবেন।

এছাড়া ইসলামী ঝালসার নামে কতিপয়রা যে ধর্মীয় বিরোধী উস্কানী ছড়ায়। সে দিক থেকেও আমাদের সজাগ হতে হবে। কারন ইসলাম শান্তির ধর্ম। আমাদের ধর্মে প্রতিহিংসা, উগ্রপন্থা ও পরনিন্দার স্থান নেই।

এরপর তিনি নিজে ১০ লাখ টাকা দিয়ে আরো প্রায় ২০ লাখ টাকা অনুষ্ঠানে আগতদের কাছ থেকে সংগ্রহ করেন মাদ্রাসার ভবনটি নির্মানের জন্য। পরে এক দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে