শিবগঞ্জে ৫ মাস পর নতুন এসিল্যান্ড আরিফা সুলতানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০; সময়: ৫:৩১ অপরাহ্ণ |
শিবগঞ্জে ৫ মাস পর নতুন এসিল্যান্ড আরিফা সুলতানা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় টানা পাঁচ মাস পর অবশেষে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন যোগদান করেছেন আরিফা সুলতানা। সর্ববৃহৎ শিবগঞ্জ উপজেলাটি গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় এর আগে জনগণের চরম ভোগান্তির সৃষ্টি হয়। দীর্ঘদিন পদ শূন্য থাকায় জমি খারিজসহ অন্যান্য কাজের গতি কমে যাওয়ায় দিন দিন ভোগান্তি বাড়তে থাকে সেবাগ্রহীতাদের।

এছাড়া বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত অনেক রোগীর স্বজনরা জমির খারিজের অভাবে বিক্রি করতে না পারায় দেশের বাইরে চিকিৎসা করাতে বিলম্ব হয়েছে বলেও জানা গেছে। অপরদিকে বড় উপজেলা হওয়ায় উপজেলা নির্বার্হী অফিসারকে এ দফতর চালাতে গিয়ে প্রশাসনিক কাজেও ব্যাঘাত হচ্ছিল। বিষয়টি বিবেচনায় রেখে গত বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন আরিফা সুলতানা।

যোগদানের বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন- ২৩ ফেব্রুয়ারি থেকে এক মাসের প্রশিক্ষণ ও ১৫ দিনের অ্যাটাচমেন্ট শেষ করে তিনি পুরোদমে শিবগঞ্জের দায়িত্ব কাধে নিবেন। উল্লেখ, গত বছরের ১৩ অক্টোবর পদোন্নতি জনিত কারণে তৎকালিন সহকারি কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন জয়পুরহাট জেলায় বদলি হন। এরপর থেকে পদটি শূন্য হয়ে পড়লে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে